নীল জ্যোঁৎস্নায় একেলা হাঁটা
পুরানো স্মৃতি গুলো বুকে জড়িয়ে একটু খানি-
আশা নিয়ে আবার নতুন করে বাঁচা।
কখনো কখনো অঝর ধারায় লুকিয়ে কাঁদা,
হাতে লোনা পানির স্পর্শে হঠাৎ জাগা,
কখনো কখনো নিজমনে খানিকটা হাসা।
অবেলার পানে তাকানোর অনেকটা ইচ্ছা,
তবু বাস্তবতার অনুভূতির মায়ায়-
অস্পর্শ হয়ে থাকা।
অভিমানী হয়ে পথ চেয়ে থাকা,
অবশেষে বিষণ্ণ মনে-
নীল জ্যোঁৎস্নায় একেলা হাঁটা।
জ্যোঁৎস্নার আলোতে বিভোর হয়ে,
কবিতার কিছু ছন্দ লিখা।
আবার দু: