লাউ এর ডগার মতো
শরীর তাহার
রূপে অনন্যা
রূপে ডুবে যৌবন খেলে
অঙ্গেতে আমার
রাতের জ্যোৎস্না ।
হাসি খেলি পথ চলি
কত কতই না রূপ দেখি
তাহার মতো দেখা মেলে না
তাইতো আমার বিধাতার কাছে
বিশেষ প্রার্থনা থাকে
একবার বিধি দাও মিলাইয়া
প্রেম যমুনায় ভালোবেসে ডুবি
দেখে তারে সাধ মিটাই
আর তারে দেখার সাধ না মিটাইয়া
নিওনা বিধি আমায় তুলি
অপূর্ণ মন থেকে গেলে
এই বান্ধার চোখের পানি দেখে
বিধি সইবে কেমনে তুমি
তুমি যে সর্বশক্তিময়
তুমি যে মহানদয়াময়
তাইতো আমার জানা
দাওনা বিধি তারে মিলাইয়া ।