বাংলায় আমার বাংলা মাটি
সবুজ শ্যামল দেশ
মাঠে মাঠে দূর্বা কমল
রঙ্গিণ ফুলে বেশ ,
সুন্দর আমার বাংলার ভূমি
আমার বাংলাদেশ ।
বনে বনে দোয়েল শ্যামা
ফিঙ্গে নাচে ডালে
বাবুই পাখি বাসা বাঁধে
তাল গাছেরই চূড়ে,
পানকৌড়ি ডুব দিয়ে যায়
মনের সুখে জলে
বুনোহাঁস ও আনন্দোতায়
নেচে বেড়ায় জলে ।
সবুজ শ্যামল বাংলা আমার
বাংলাই আমার দেশ
আবার জলের মাঝে পদ্ম ফুলকে
দেখায় বড় বেশ ।