বিশ্বাসের স্তম্ব এতটাই মজবুত
যা একবার ভাংলে
সুপার গ্লু হোক আর যে আঠাই হোক
তাতে আর জোড়া লাগানো সম্ভব নয় ,
সারা জীবন বয়ে বেড়াতে হয়
আর নিজের প্রতি নিজের কোঠরে
রাগ,ক্ষোভ প্রকাশ করতে হয়
যা অন্যকে বলা বাহুল্য,
সুখের সঙ্গী সবাই হতে চায়
দুঃখের সঙ্গী নয় ।
ভাবনার জগৎ উন্মুক্ত থাকে
তাই তার সাথেই সর্ব সময় সর্ব বিষয় নিয়ে
কথা বলা,ভালো মন্দ ভাবা চিন্তায় বসবাস
প্রাণ থাকা মুহূর্ত পর্যন্ত সঙ্গী করা যায়,
অতএব,জ্ঞাণী গুণী সকলের একটি প্রবাদ-
চিন্তা রোগের কোন ঔষুধ নেই হবে ও না ,
তাই বিশ্বাস স্থাপন বড়ই কঠিন
ভাংগা খুবই সহজ ।