জীবনের ঘুমন্ত সুরগুলো বেজে উঠে
তোমার পায়ের ধূলো যখন
এ পথে পা বাড়ায় ।
সূর্য দেবতা তোমার রূপে হার মানে
মেঘের মাঠে ফসলের রং বদলায়
কালো কেশে শীতল হাওয়া বয়ে যায় ।
মনের উজানে প্রেমের তরীখানি
ভাসালাম প্রিয়া উঠবে তোমার হিয়া
পারি দেবো দূর ঠেকুক যেথা মিলন মেলা ।
ভালবাসার ঘর বাধিঁবো সেথা
যতই আসুক বাধাঁ অন্যের থাক মাথা ব্যথা
তুমি ঠিক আমি ঠিক বিজয় গাথুঁনি মালা ।