অনুভূতি আসে কেন?
শরীরের ভেতরে থাকা মনটা যদি অকার্যকর হতো?
স্মৃতির ঝাঁপি খুলে দিই আপন মনে,
অতীতের ফেলে আসা গল্প শোনাই নিজেকে
উদাস মনে রোদের লুকোচুরি দেখে -
চারপাশটা বড়ই আপন আপন মনে হয়।
ভুলের ভেতরে ডুব সাতার কেটে ভীষণ ক্লান্ত,
আত্মসমালোচনা আমার আত্মতৃপ্তি
ভোগবিলাসী চারপাশটা আমার জন্য নয়,
ভাবাবেগ আছে লুকোনো জমাটবদ্ধ
যন্ত্রণার ক্ষত গভীরে আরো প্রকট আকার হয়।
আকাশের বিশালত্বের কাছে বারবার হেরে যাই
সাগরের গভীরতার কাছে আত্মসমর্পণ করেছি,
প্রত্যাখ্যাত হতে হতে ছটফট করাদের ভীড়ে
ভোরের আলোর ঝলসানো রূপ ভাসে চোখের সামনে।
খন্ড খন্ড কুয়াশার বিচরণ
আকাশের ধোঁয়া বেরুচ্ছে দিগ্বিদিক,
প্রত্যেক খন্ড কুয়াশার আড়ালে তোমার হাসিটা
ছড়িয়ে আছে।
এই কেমন ভাবনার আগমন বলো?