জন্ম হয়েছে গরীব ঘরের
ছোট্ট ভাঙ্গা কুঁড়েঘরে,
আকাশের বৃষ্টি প্রকৃতির রৌদ্র
নিয়েছিলে আপন করে।


দুবেলা দুমুঠো অন্ন জোগাতে
করেছিলে তুমি যুদ্ধ,
ভয়কে তুমি জয় করেছ
মানুষকে করেছো মুগ্ধ।


জাতীতে জাতীতে ভেদাভেদ কে
করে দিয়েছিলে দাফন,
বলেছিলে, হিন্দু না ওরা মুসলিম
জিজ্ঞাস্যে কোন জন?


পবিত্র কোরআনের সুরা-আয়াত  
ব্যাখ্যা করেছ কাব্যে,
হাজারো হামদ,নাতে রাসুল,গান
জ্ঞানের পরিধি শেষ হবেনা কোন মন্তব্যে।


শ্যামা সংগীত লিখে গিয়েছ
জয় করেছ ধরণী,
মা কালীর আরাধনা করে
পুণ্যার্থীদের হৃদয়ে আছো তুমি।


যেখানে ঘুমিয়েছ পরম যতনে,
স্মরণ করো মোদের সারাক্ষণ,
আজন্ম বিপ্লবী বীর নজরুল
বিশ্ববাসীর এক অমূল্য রতন ।।