রেসকোর্স সেতো ময়দান নয়
অমর কাব্যের বাগান,
৭ মার্চ সেতো ভাষন নয়
অমীয় বাণী মহামূল্যবান।


বিকেল সেতো ছিল এক
মুক্তির মাহেন্দ্রক্ষণ,
তর্জনী সেতো ছিল শুধু
জয় বাংলার অমৃত বচন।


মুজিবকোর্ট সেতো লক্ষ প্রাণের
আশা আকাঙ্খার মন্ত্র,
চিরায়ত সেই পাইপ খানা যেন
বিজয়ের কাব্য রচনার গ্রন্থ।


অঙ্গুলি হেলনে কেঁপেছিল
পূর্ব থেকে পশ্চিম,
এবারের সংগ্রাম ঘোষণায়
হয়েছি পরাধীন থেকে স্বাধীন।


"বঙ্গবন্ধু" আমি তাঁকে
কি দিয়ে করবো বিশেষণ?
মানুষের চেয়ে উর্ধ্বে যিনি
বাঙালী জাতির জীবন-মরণ ।।