আমার আমি হারিয়ে গেছে
খুঁজছি তাকে হন্যে হয়ে,
নতুন আমি 'র আবির্ভাবে
পুরানো আমি যাচ্ছি ক্ষয়ে।


চিরচেনা আমি টা যে
এখন শুধুই আগন্তুক,
আয়না জুড়ে দেখছি শুধু,
হরেক রকম নিত্ত মুখ।


যাযাবরের মত জীবন
কত সুখ আর আনন্দ,
কোলাহল আর মুক্ত প্রাণে
খুঁজি নতুনের ছন্দ।


আমার আমির মাঝেই ছিলো
হাজার লোকের বাস,
চিরচেনা জগৎ ভুলে
ছাড়ছি দীর্ঘশ্বাস।


এমনি করেই প্রাণভোমরা
হটাৎ বেড়িয়ে যাবে,
আমার-আমির গল্প সেদিন
চিরতরে শেষ হবে ।।