শব্দহীন দাঁড়িয়ে অজানার পানে চেয়ে আছি -
বাতায়ন, মেঘের দল, রামধনুরা খেলে যাচ্ছে অবিরাম,
পাখিদের মিছিল ডানা বিছিয়ে আনমনে ছুটছে।
কিসের যেন ধুকধুক আওয়াজ!
যদি আকাশের সঙ্গী হতে পারতাম?
ঘুরে বেড়াতাম মেঘেদের দলে,
রামধনুর হাজারো রঙে মিশে।
সাদা মেঘের ভেলায় চড়ে,
বাঁধনহারা জলের কাছে
দিগ্বিদিক সুখ হাতড়ে বেড়াতাম।
কল্পনায় দূর থেকে দেখা -
কাব্যময় অনুভবের রাজকন্যার কাছে নিজেকে সপে
প্রেমিক কবি হয়ে পথে প্রান্তরে ঘুরতাম আপন খেয়ালে ।।