অজানা কোন সরু পথের পথ যাত্রী আমি,
একা জীবন যেনো আজ বিশাল মরুভূমি।


মনটা ফণীমনসার আঘাতে আঘাতে বিভৎস!
নিজেকে আজ বড় কচুপাতার পানি মনে হয়
অজানা আশঙ্কা হয় কখন জানি হয়ে যাই ধ্বংস।


নিজেকে নিয়ে আর ভাবতে ভালো লাগে না
ভালো থাকার সবটুকু নিয়ে চলে গেছো,
অপেক্ষায় ছিলাম আর ফিরলেনা।


এখন খুঁজে ফিরি জীবনের জানা অজানা
ভাবনার পরিধি ক্রমস সংকীর্ণ হয়ে উঠছে,
ওসব দিনগুলো আর মনে করতে চাইনা।


কত গান, কবিতা অব্যক্ত কথার ঝুলি হৃদয়ে
গেঁথেছিলাম প্রেমের মালা ফুলের পাপড়ি দিয়ে,
বনফুল আর মুক্তোমালা কল্পনায় দিতাম ঘনচুলে
রচনা করেছি কত নিশিকাব্য এই পৃথিবী ভুলে।


কত জ্বালা এ বুক জুড়ে অতীত সপ্ন ভেবে
ভাবনা শুধুই সারাটা দিন সন্ধ্যে প্রদীপ নেভে,
গান, কবিতা একান্ত মনে লিখি তোমায় নিয়ে
আসবে কী শুন্য রাজ্যে কল্পনার রাণী হয়ে?