চাঁদনী রাত দীর্ঘপ্রহর
দু চোখের কোণে ঘুমহীন এক সময়,
ফেলে আসা স্মৃতি! পেছনে যাওয়া দিনের কথা
উঁকি দেয় অজানা শিহরণে।


পালতোলা নৌকার ঝাপটায় ভেজা কালো চুলে
আজও বর্ষা আসে।


পথ কত দীর্ঘ!
লম্বা সময় হাজার ক্রোশ বহুদূর
রোদ কিনেছি আমি ভালবেসে তাই ঘর পুরেছে বৃষ্টিতে,
আলোর বদলে অন্ধকার ছুঁয়ে যায় আমার ঠিকানা।


ফাল্গুন, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা আসে যায়,
আমার নীল আকাশের চাঁদ তোমার আকাশেও উদয় হয় নিয়মের তালে।
তোমার বারান্দায়ও বৃষ্টি নামে মেঘের মিছিল চলে জানালার কাঁচে,
অনুভূতি ভিজে যায় পূর্ণবয়স্ক বৃষ্টির ফোটা।


পারলে কাঁদো?
দু চোখের অশ্রুজলে কোলবালিশ ভেজাও,
পারলে ভাঙ্গ? দু- চারটি হাতের কাঁচের চুড়ি,
মন খারাপের সাক্ষী হয়ে থাকুক।
আমায় সত্যিকার যেদিন নিজের মনে করবে
চলে যাব চিরচেনা সুখের গন্তব্যে  ।।