অপেক্ষায় আছি বেলা শেষে দেখা হবে একটিবার,
ভোর পেড়িয়ে বেলা গড়িয়ে নেমেছে ঘোর অন্ধকার।
ডাহুক ডাকে পথের বাঁকে নিমিষে আবার হারিয়ে যায়,
মন জোছনায় চাঁদ উঠেছে হৃদয়ের নীল আকাশটায়।
হিম স্রোতের শীতল হাওয়া শরীরে আনে শিহরণ,
মাঝরাতের স্বপ্ন যে আজ বাস্তবতায় দোলায় মন।
বনের মাঝে বৃক্ষ মানব হাতছানি দিয়ে প্রেম খুঁজে,
পশু-পাখি গাছ-গাছালি নিরবে সবাই চোখ বুজে।
অচেনা ভেলায় নাও ভাসিয়ে কেউ হয়েছে নিরুদ্দেশ,
ঢেউয়ের তোড়ে দুলতে দুলতে হয়ে গেছে বেলাশেষ।
প্রতীক্ষারা ফুরায় না আর ঠাঁই দাঁড়িয়ে রই একা,
অভিপ্রায় তাঁর হাত দু'খানা একটিবার ছুঁয়ে দেখা ।।