সুদূর পানে চেয়ে আছি
নেই তো পাশে কেউ,
দগ্ধ মনে জল সাগরে
ভাসছে চোখের ঢেউ।

দুঃখের বৈঠা হাতে নিয়ে
মাঝ দরিয়ায় আমি,
অকুল জলে ভাসতে ভাসতে
একলা পথে থামি।

নিঃসঙ্গ এই জীবন জুড়ে
ব্যাথার কালো ছায়া,
মৃত্তিকার ওই হাজার রঙে
লাগে ভীষণ মায়া।

সেকেলে ওই মনটা আমার
হারিয়ে খুঁজি স্মৃতি,
হৃদ মাঝারের গহীন কোণে
টুকরো আবছা গীতি।

রঙ বদলের পৃথিবীতে
আবছা চোখে চারদিক,
চশমার ফাঁকে ধোঁয়াশা ঘেরা
ব্যর্থ লাগে দিগ্বিদিক।

জীবন তরী চলছে চলুক
নেই তো কোন অনুযোগ,
পুষে রাখা নিরব কান্না
চলার পথের সঙ্গী হোক ।।