মুয়াজ্জিনের আজান সুরে
চারদিক হয় পবিত্র,
জাহান্নামিদের ধ্বংসলীলায়
শুধু রাজধানীটা অপবিত্র।

সেদিন ভোরের সূর্য ভেবেছিল
কেন যে উদয় হলাম?
ফর্সা চোখে স্তব্ধতার
জালা বুকে নিলাম।

থমকে গেছে আকাশ-বাতাস
ধানমণ্ডির লাল মাটি,
জাতির পিতার ঝাঁঝরা বুকে
বাংলা হলো হায়েনাদের ঘাঁটি!

বর্বরতার সীমা তো নেই
সাহস আকাশসম,
জারজদের কোন জাত নেই
নেই কোন ধর্ম।

বৃদ্ধ, শিশু, অন্তঃসত্ত্বা
কেউ তো যায়নি বাদ!
পিতার সোনার বাংলাদেশে
ঘৃণ্য অপরাধ।

ওরা - বুক ফিরিয়ে শির উঁচিয়ে
বেড়ায় যখন ঘুরে,
বাঙালি হয়ে লাল-সবুজ হৃদয়
যায় যে ভেঙ্গেচুরে!

মুক্ত নিঃশ্বাস স্বস্তি প্রাণে
উঠবে রবী শশী,
সব কুলাঙ্গার বেইমানের গলে
যেদিন পড়বে ফাঁসির রশি ।।