ভয়ে ভয়ে রাত কাটে
আমার জীবন ও সংকটে,
বড্ড আমি বাচাল
অপরিচিতকে আপন করতে
স্নেহডোরে বিছাই মায়াজাল।


এই মায়া বোধই রইবে না আর
সকল জনের তরে,
একটু কথা বলতে গেলে,
ঘর থেকে সাবধানে পা ফেলে
লুকিয়ে বাঁচি প্রাণ হারানোর ডরে!


মনুষ্যত্ব, ব্যক্তিত্ব কোনটি আর নাই
গলা ফাটিয়ে তবু বলি,
আমি বাংলায় গান গাই!


শিক্ষিতরা দিনের পর দিন
হয়ে যাচ্ছে জ্ঞানহীন,
মূর্খের মতো আচরণে
আমিত্ব বিসর্জন দিচ্ছে দিনদিন।


প্রকাশ্য প্রতিবাদ করলে
এদের অধিকাংশের ভেতরে জ্বলে,
পুরুষত্ব আগুনে পুড়ে হলো ছাই
কি যে হবে এই দেশের?
একান্তচিত্তে আজো ভেবে যাই ।।