শুভ্র ফুলের মাঝখানে
খোকন সোনা খেলে,
খুকি দৌড়ায় আপন মনে
দু'টি ডানা মেলে।


যোগ দিয়েছে উড়তে থাকা
হরেক পাখির দল,
প্রজাপতি, গরু, ভেড়া
মুরগী, বক, ছাগল।


বাতায়ন ও সঙ্গ দিয়ে
ওদের সাথে মিশে,
সাতটি রঙ মারছে উঁকি
ওই যে নীল আকাশে।


সবুজ রাঙা প্রকৃতি বলে
আমায় খেলায় নাও?
কোকিলকে বলে বাঁদরের দল
মিষ্টি গান শুনাও।


খোকন সোনা ছোট্ট খুকির
দিনটা কেটে যায়,
সাঁঝের বেলায় করুণ স্বরে
সবাইকে দেয় বিদায় ।।