কেমন ছিলো শতবছর আগে
আমাদের এই দেশটা?
আজকের মতো সহজ ছিলো কি
আমাদের চারপাশটা?


সালটা তখন ১৯২০
ইংরেজদের দোর্দণ্ড প্রতাপ,
লেলিহান শিখা অগ্নি হয়ে
ছড়ায় যেমন মহা উত্তাপ।


এমনই সময় এক ফুটফুটে শিশু
আবির্ভূত হলো টুঙ্গিপাড়ায়,
শোষিত হতে হতে বাঙালি জাতির
বাজলো অবশেষে মুক্তির সানাই।


সুফলা গ্রামের কাঁদা মেঠোপথ
কুঁড়েঘরের সাধারণ জীবন,
ছোট্ট খোকার দুরন্ত শৈশব
নেতৃত্ব গুণের বাড়ন্ত মন।


খোকা, মিয়া ভাই, মুজিব ভাই
বঙ্গ শার্দূল, বঙ্গবন্ধু, জাতির পিতা,
পৃথিবীর বুকে হয়ে উঠলেন
সর্বশ্রেষ্ঠ এক বাঙালি নেতা ।।