দুঃখের সাথে জীবনটা
বাস করে এক বিছানায়,
নিঃশব্দে কাটে সময়গুলো
যন্ত্রণা ভরা নীরবতায়।


ফেলে আসা বর্ষা,শরৎ,ফাগুন
পৃথিবীর ছিলাম বোঝা,
মৃত্যু নামের সত্যটাকে
এবার সময় খোঁজা।


চলে গেলেই হাঁফ ছেড়ে বাঁচি
নিয়মের বেড়াজাল ছিন্ন করে,
যতো কিছুই হোক হিসেব হবে
সৃষ্টিকর্তার সাথে পরপারে।


নিজেই নিজের প্রাণ নিতে
লাগে যে ভীষণ ভয়,
স্বেচ্ছা মৃত্যু গ্রহণে আবার
ধর্মের ক্ষতি হয়!


অন্ধ,অজ্ঞ,মূর্খ বানাতে
ধর্ম এখন বড় পুঁজি,
এসবের মাঝে এখন কেবলই
শুধুই মৃত্যু খুঁজি ।।