একটি হত্যাকান্ড মানেই কি গল্পের সমাপ্তি?
একটি মৃত্যু মানেই কি সব খাতা বন্ধ?
সাগর-রুনিরা চলে যায়,
রেখে যায় কান্নাভেজা চোখ।
আমাদের ভাই, বোনকে নির্মমভাবে খুন করে,
খুনি সবই থামিয়ে দিল?
মাওলানা ফারুকী,অভিজিৎ,খাদিজা,লিপু,সাগর রুনি,
ধারাবাহিক নৃশংসতার অংশ মাত্র!
প্রতিদিন খুন হওয়া অসংখ্য প্রাণ -
তাদের বাবার শুন্য দৃষ্টি,
মায়ের ওই বুকফাটা আহাজারি!
মেঘেরা বৃষ্টির ফোঁটা হয়ে বড় হয়,
দুঃসহ অতীত কাঁদায়,
পরক্ষণেই দেখি আবার তীব্র রোদের ঝলসানো রূপ।
সব কি আমরা ভুলে যাব?
শোক প্রকাশ, নিন্দা, প্রতিবাদ আর নয়,
অপরাধী যারাই হোক,
যত শক্ত নখ আর দাঁত হোক,
ঐক্যবদ্ধ চেষ্টায় বিচারের মুখোমুখি করে ছাড়বো। আমার ভাই-বোনকে রক্তাক্ত করা -
হায়েনারা নিশ্চিন্তে ঘুমাতে পারে কিকরে?
সবগুলো হত্যায় জড়িতদের শাস্তি না দিয়ে থামব না।।