ছোট্ট ভালোবাসা একটা সময়
বিশাল আকারের হয়,
মনের টান গভীরে যেতে যেতে
মিশে যায় দু'টো হৃদয়।


রক্তের কোন পরিচিতি নেই
নেই আত্মীয়তার বন্ধন,
অদৃশ্য মায়ায় খুজে ফিরে
বুকের ভেতর হৃৎস্পন্দন।


সম্পর্কগুলো জুড়ে যায়
ভাই কিংবা হোক না বোন,
ব্যবধানের দুরত্ব পাড়ি দিয়ে
এক দেহ এক মন।


গল্প, আড্ডায় খুনসুটিতে
কষ্টগুলো ভুলিয়ে দেয়,
খুব কাছের কাউকে পেয়ে
আনন্দে মাতি নিমিষেই।


বৈচিত্র্যে ভরা চারপাশে
আলো-আঁধারির খেলা,
বিচিত্র প্রেম আছে বলেই
নশ্বর এই পৃথিবী সুখের মেলা ।।