অনাকাঙ্ক্ষিত সম্মোধনে জর্জরিত প্রতিনিয়ত
এসব করে ওরা কি সুখ পায়?
আমার অবস্থানে ঠিক শক্ত।
কিছু শব্দের বিষক্রিয়ার পার্শপ্রতিক্রিয়া আছে,
কারো ক্ষতি করছিনা উপকারে না আসলেও।


প্রতিক্রিয়াশীল বিশ্বে দৌরাত্ম্য বাড়ছে ওদের,
কেন মেনে নিতে পারিনা?
আমি সবার, সবাই আমার, পৃথিবীটা মানুষের
একদিন বিশাল এই দেহের ক্ষয় হবে।


খুঁজে ফিরি কিছু প্রশ্নের অজানা উত্তর -
অথৈ সাগরে, কাঁপা শীতে, মোহময়ী ফাল্গুনে,
সাঁতরাতে থাকা একজন জলপুরুষ,
ব্যাখ্যার তত্ত্বগুলোর অন্ত নেই কোন।


দীর্ঘ জীবন পার করে এতটুকু এসেছি আজ
মনে হয় সবাই পাতাবিহীন মরা বৃক্ষ,
শুধু আন্তরিকতা দিয়ে কি হবে?
সুন্দর মনটা দিয়েও কিছু হবেনা
পা দিয়ে পিষে মেরে ফেলবে উদ্ভট পরিস্থিতি ।।