সাম্যের কবি তখন নির্বাক
ফেলফেল করে তাকিয়ে থাকে,
অদ্ভুত মায়ায় দেখছে কেবল
রাজনীতির কবির চোখের দিকে।


চোখাচোখিতে আলোকরশ্মি
যেন দু'টি অভিন্ন হৃদয়,
সাধারণ মানুষ বুঝতে পারেনা
আধ্যাত্মিক কাব্যের বিনিময়।


নজরুল থেকেই নিয়েছিলেন
বঙ্গবন্ধু 'জয় বাংলা' স্লোগান,
যেই স্লোগানের মন্ত্রবলে বাঙালী
করেছিল স্বাধীনতার সুধাপান।


দু'জনই মহান বিপ্লবী
প্রতিবাদী আন্দোলনের সৈনিক,
সত্যের পথে অকুতোভয়
দুঃসাহসী সংগ্রামী নির্ভীক।


রতনে চিনে অমূল্য রতন
কর্মগুণে প্রকাশ পায়,
নজরুলকে বঙ্গবন্ধু নিয়ে এলেন
জাতীয় কবির মর্যাদায়।


আশ্চর্য বন্ধন দুজনার
চিরতরে চলে যাওয়া আগষ্ট মাসে,
বাংলাদেশের মাটির ঘরে
দুই কবি আছে মিশে ।।