সেদিন অনেক বৃষ্টি ছিল
অপলক চাহনির দৃষ্টি ছিল,
প্রাণ জুড়ানো ইচ্ছে ছিল
তোমায় দেখার তারা।


আজও ঝুম বৃষ্টি নামে
মুহূর্তটা চিঠির খামে,
সবই আছে পুরোনো দামে
শুধু আমি ছাড়া।


মেঘলা নীলে আকাশ হাসে
স্বপ্নপরীর ডানায় ভাসে,
বৃষ্টি নামে অবশেষে
জবুথবু শরীর ভিজে একাকার।


নিয়ন আলোয় ঝাপসা মুখ!
ভয় জাগানো রাত তবুও সুখ,
বিচ্ছুরিত ঝলমল ওই দুচোখ
চারপাশটা হরেক রঙের বাহার।


সাদর সম্ভাষণ  
শরৎ এর আগমন,
যদি আবার আসতো শুভক্ষণ?


অশ্রু বিলিয়ে ডেকে যায়
ভেতরকার লালিত কোকিল,
জানিনা কবে পাব!
জীবন ছন্দের মধ্য অন্তমিল ।।