পৃথিবীর এক কোণে দাঁড়িয়ে আছি,
শুনশান নীরবতায় মনে হলো পৃথিবী থেমেছে বহুদিন।
পেছন থেকে কেউ একজন চুপিচুপি বলল,
কি ভাবছো?
সে হয়তো ভুলেই গেল, রাত পোহালেই ঈদ।
অথচ বদর আলীর ঘরে খাবার নেই,
মতিজান বিবির কান্না কেউ শুনছে না।
ছোট্ট ছেলেটার নতুন জামার বায়না, আজ সাতদিন।
আমি বললাম, শুনো ভাই-
নেতা ভাষণে এক বাক্যে বলেছিল,
আমি গরিব, দুঃখী ও অসহায়দের বন্ধু।
এখন কেন শুনছে না তাদের কান্না?
আমি সেই প্রশ্নে যাবো না আজ।
তবে তুমি চুপচাপ দেখে যাও
কেমন করে তাদের ঈদ বিক্রি হয়
সময়, কান্না ও জীবনের দামে।