আমি কিছু লিখতে জানিনা
তবুও আজ একটি কবিতা লিখবো,
এভাবে লিখতে লিখতে আমি লেখা শিখবো।


যদিও এখন আমার লিখায়
জানি ভরবেনা কারও মন,
কিন্তু হয়তো কদিন পরেই
আমাকে নিয়ে হবে আলোড়ন।


কেন জানো?
শুধু সকলের আশির্বাদে
সকলের ভালবাসায়,
সর্গ যেন হাতছানি দিয়ে
ডেকে নেবে আমায়।
আমি লিখবো,শুধু কাব্য লিখবো,
রিদয়ের যত কথা,
কবিতার মাঝে টেনে এনে তা'য়
প্রকাশ করিবো যথা।


আমি জানি আমি লিখতে পারবো
তোমরা যদি থাকো মোর পাশে,
দেখবে আমি কবি হয়ে গেছি
মিশে আছি শুধু কাব্য ঘাষে।