আজ মুসলমান এর কি যে হালত দেখো,
কই কই কবি তোমার কবিতা লেখো।


তব কবিতায়
থাকবে আজিকে মহা বিদ্রোহ
খেলা,
তব কবিতায়
থাকবে আজিকে থাকবে সাঁঝের
বেলা,
স্নিগ্ধ প্রভাত বিদায় নিবে তব
কবিতায় আজি,
তব কবিতায় জীবন দিতেও সকলেই
হবে রাজী,
তব কবিতায় তুফান উঠবে শান্ত আকাশ
জুড়ে,
কেয়ামত হবে এই ভুবনেতে তব
কবিতার সুরে....


দেখো আজ কতো আবু জেহেল এর
চেলা,
নামেমুসলিম. তবুও করছে ইসলাম
নিয়ে খেলা,
মহা স্তম্ভ হজ্ব
কে নিয়ে বলছে কতো কথা,
কই কবি তুমি?তোমার
মনে লাগেনাকি কোন ব্যথা?
তাবলিগ নাকি ফালতু জিনিস তাই
দেয় ওরা গালি,
শ্রেষ্ঠ ধর্ম ইসলাম
নিয়ে কটুক্তি করে খালি,
বিশ্ব নবী মুহাম্মদ (সা.) কে ডাকাত
বলে ডাকে,
কবি কবি তব কবিতায় যেন ওদের
ধ্বংস থাকে।


দেখ কবি আজ ওদের বুকের কবাট
হয়তো বড়,
তাই আজ ওদের কোন ছাড় নেই শক্ত
করে ধরো,
তব কিছু নেই. কি হইছে তাতে!
কলমটা তো আছে,
এই নিয়ে তুমি যাও
এগিয়ে দেখি কয়জন বাঁচে!!
অস্ত্রের আঘাতে ততটুকু ভয়
পাবেনাকো জানি ওরা,
এ কলম কিন্তু সাধারণ নয়. ইহা পিস্তল-
ছোরা,
অস্ত্রের
আঘাতে হয়তো ওরা বেঁচে থাকতেও
পারে,
কলমের আঘাত করে দেখ
তাতে বাঁচতে পারবে নারে,
একদিনকার এক আঁঘাতেই কেয়ামত
এসে যাবে,
দুনিয়াতেই তার শেষ নয়. সে কবরেও
আঘাত পাবে।


কই কই কবি লিখে যাও আজ ভয়
পেয়না কো তুমি,
দেখ দেখ তব কলমের
ভয়ে কাপছে সারাটি ভূমি।


"কুলাঙ্গার লতিফ
সিদ্দিকী কে নিয়ে লিখা এই
কাব্যটি। কোন খাতায় নয়,
সরাসরি ফেসবুকে লিখলাম,তাই
কিছুটা অপূর্ণ থাকা বা ছন্দের অমিল
থাকাটা স্বাভাবিক, পাঠক
বন্ধুরা ক্ষমার নজরে দেখবেন।"