আমি সুন্দর একটি কবিতা লিখতে চাই,
কিন্তু সে লিখা আর হয়ে ওঠেনা,
আমি সুন্দর একটি গান গাইতে চাই,
কিন্তু সে সুর আর বেজে ওঠেনা।


তখন শুধু আসে দুঃখ.ঐ আকাশের মেঘমালা থেকে,
তখন বিষাদের কালো ছায়া যেন. দেয় আমার হৃদয় ঢেকে।
আমি বুঝতে পারিনা.কিছু বলতেও পারিনা,
দুঃখে কাদতেঁও পারিনা,সুখে হাসতেও পারিনা,
করুণ আখিঁতে চেয়ে থাকি শুধু ঐ গগন পানে,
হৃদয় আমার কেদে ওঠে এক করুণ গানে।


পারিনা কিছুই মন তবু যেন অনেক কিছুই চায়,
হৃদয়ের থেকে হাজারো শব্দ নিমিষে হারিয়ে যায়,
কণ্ঠ থেকে হাজারো সুর অশ্রু হয়ে ঝরে,
হঠাৎ এমন বদলে যাওয়া আমায় অবাক করে।


অনেক করে লিখতে চাই তবু হয়না আমার লিখা,
কি জানি! হয়তো নিয়ম কানুন কিছুই নাই শিখা,
লিখা হয়না কবিতা.গাওয়া হয়নাকো গান.ভাঙা মনে আমি তাই,
আকাশের পানে চেয়ে বলি "খোদা,একটি কবিতা লিখতে চাই।"