ঐ কোথায় গেলি বীর সেনাদল?
কোথায় তোরা নওজোয়ান?,
কান পেতে ঐ শোনরে তোরা. যুগের
বেলাল দেয় আজান,
ও সেই পাঞ্জেগানার আজান তো নয়.
এই আজানে যুদ্ধ হাক,
এই আজানে নামাজ
নয়রে যুদ্ধে যাওয়ার দিচ্ছে ডাক,
ঐ কইরে তোরা ঐ শোন ঐ
মুয়াজ্জিনের অগ্নি-সুর,
ওঠরে জেগে তুফান
বেগে যাইতে হবে অনেক দূর্।


ঐ জাগরে তোরা. কান পেতে শোন
এক কুত্তার ক্ষিপ্ত ডাক,
শ্রেষ্ঠ ধর্ম ইসলাম নিয়ে দেখ কুত্তায়
ছাড়ছে হাক,
মহা স্তম্ভ হজ্বকে নিয়ে ঐ কুত্তায়
করেছে ঘেউ,
জাগরে তোরা তুফান ছড়া তোল
নওজোয়ানীর অগ্নি ঢেউ,
বিশ্ব নবী মুহাম্মদ (সা.)
কে করেছেরে ঐ অপমান,
ঐ কে আছিস যা ছুটে যা ঐ কুত্তার
কল্লা আন,
ভাংরে তালা-জেল-কারাগার.
নিয়ম-কানুন চুর্ন কর,
জ্বালরে আগুন আনতে ফাগুন
আনরে ডেকে ঘূর্ণিঝড়,
শৃঙ্খলা সব শেষ করে দে উশৃঙ্খল
দেশটা তাই,
ঐ কুত্তার কল্লা খানি তোদের
হাতেই দেখতে চাই।


ঐ পারবি কে রে? নয়াজামানার আবু
জেহেলের আনতে শীর,
যেই পারবি সেই হবিরে ওমরের
মতো শ্রেষ্ঠ বীর,
তাই জাগরে আজি ওমর হতে.
কইরে যুগের খালিদ কই?,
চল রক্তেমাখা তরবারী নিয়ে. ভীরু-
কাপুরুষ আমরা নই।


কে হতে চাস যুগের ওমর কে হতে চাস
খালিদ শে'র,
দেখ চেয়ে দেখ তোর জন্যই দুয়ার
খোলা জান্নাতের্।


"আমি পত্র-পত্রিকা কম দেখি। তাই
কুখ্যাত নাস্তিক লতিফ এর
দেশে আসার সংবাদ
জানতে পারিনি। এই মাত্র (অর্থাৎ
১৪/১০/১৩ রাত ৩ টায়) ফেসবুকে ওর
আসার সংবাদ জানতে পারলাম। কেন
যেন গায়ের রক্ত খুব গরম হয়ে গেল।
কী করবো বুঝতে পারছিলাম না। কিছু
লিখবো তা খাতা কলম ও কাছে নেই।
তাই সরাসরি এখানে এই
কবিতাটি লিখলাম। তাই ভুল-
ত্রুটি স্বাভাবিক ভাবে হতে পারে।
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
বলে আশা করছি।"


(আর এই কবিতার নামটি আমার পছন্দ নয়। আপনারা কবিতার সাথে মিলিয়ে একটি নাম দিয়ে দিবেন প্লিজ)