বহুদিন ধরে কবিতা লিখিনা হারিয়ে ফেলেছি ভাষা,
বহুদিন ধরে হৃদয়ের মাঝে জাগেনা স্বপ্ন-আশা,
কি লিখিবো তাই শুধু ভেবে যাই কলমটা থাকে থেমে,
লিখতে গেলে পারিনা কিছুই. শরীরটা যায় ঘেমে,
দু'একটা লাইন লিখি আর কাঁটি বড়ই অবাক লাগে,
কতই গড়েছি কাব্যমালা এমনতো হয়নি আগে,
হঠাৎ কি হলো কোথায় হারালো মালা গাঁথার সুঁই,
কোথায় হারালো কাব্যের ফুল. গোলাপ-বকুল-জুঁই!
হৃদয়-বাগান রিক্ত আজিকে কাব্য-শূণ্য ভাই,
লিখতে পারিনা. কবি বলে আর কেহ ডাকেনাকো তাই।