ঐ কইরে তোরা দেখ চেয়ে দেখ
নাস্তিকতার জ্বর.
লইত্যা নাকি আসছে দেশে ধর
শালারে ধর.
বিমান থেকে নেমেই
নাকি হারিয়ে গেছে কোথা'!
হারায়নিরে এইটা ওদের প্রাচীন
কালের প্রথা.
দেখ খুঁজে দেখ লইত্যা এখন
আছে খাটের পর.
লইত্যা নাকি আসছে দেশে ধর
শালারে ধর্।


ওর সাহস কতো! দ্বীন ইসলামের উপর
ছুড়লো কাদা.
তাবলিগ আর হজ্ব নিয়ে কি সব
বললো হারামজাদা.
মার লাথি ওর মুখের পরে.
উড়িয়ে দে সব প্রলয়-ঝড়ে.
তোর হুংকারেতে বিশ্ব যেন
কেঁপে ওঠে থরথর.
লইত্যা নাকি আইছে দেশে ধর
শালারে ধর্।


তোর পা দিয়ে ওর গলার পরে চাপ
দিয়ে রাখ ওরে.
তোর পায়ের চাপে দম
ফুরিয়ে লইত্যা যেন মরে.
ও মরিলে বাঁচবে জাতী.
নির্ভয়ে তাই মাররে লাথি.
এক আঘাতেই এ নাস্তিকের জবান বন্ধ
কর.
লইত্যা নাকি আসছে দেশে ধর
শালারে ধর্।


কই তোরা কই হয়ে যা আজ
শাহজালালের সেনা.
হাজী শরিয়ত তুইতো আজি. আগুন
জ্বালিয়ে দে'না.
আগুন যখন উঠবে জ্বলে.
বিদ্রোহ কর সিংহ বলে.
তুই তিতুমীর নতুন করে বাঁশের
কেল্লা গড়.
লইত্যা নাকি আসছে দেশে ধর
শালারে ধর্।