ঘুমহীন এই রাতের বেলা তোমায়
খুঁজি প্রিয়ে,
কোথায় গেলে আমার সকল
ভালবাসা নিয়ে,
কোথায় গেলে? কার
সনেতে বাঁধলে নতুন ঘর?
কারে তুমি করলে আপন? আমায়
করে পর!!
বলো বলো কথা বলো আগের
মতো করে,
পরম প্রীতির ঝলকে ফুল ফোটাও হৃদয়-
চরে,
কোথায় তুমি? কথা বলো.
ঘুমিয়ে গেছো নাকি?
ভালবাসার প্রভাত হতে অনেক সময়
বাকী,
আগের মতো আমরা আজি রাত্র
জাগি চলো,
বলো বলো ওগো প্রিয়. একটু কথা বলো।


সেইতো কবে শেষ
কথাটি হয়েছে তোমার সাথে,
তোমার মিষ্টি কণ্ঠটি আর
শুনিনি গভীর রাতে,
তোমার একটু ভালবাসার
পাইনি ছোঁয়া আর,
চাতক হয়ে প্রীতির বাদল
চাইছি বারেবার,
প্রীতির বাদল হয়নি তবুও
এসে কুহেলিকা,
ছড়িয়ে দিয়েছে বিষাদ
মাখানো শীতল অগ্নিশিখা।


সেই অনলে জ্বলছি আজি কোথায়
তুমি বলো ,
দেখো দেখো নয়নে আমার অশ্রু
ছলছলো,
কাঁদছি আমি হারিয়ে যাওয়া রাত্রি স্বরণ
করে,
পূর্ণিমা চাঁদ উঠতো যেন আমাদেরই
তরে,
চাদঁকে তখন
সাথে নিয়ে জড়িয়ে যেতাম
প্রেমে,
কিছুই তো নেই সবই এখন বাঁধা স্মৃতির
ফ্রেমে,
হৃদয়ে এখন প্রেম নেই আর. হৃদয়
ভরা শোকে,
চোখের মায়া হারিয়ে গিয়ে অশ্রু
এখন চোখে,
কই তুমি কই চোখের অশ্রু
মুছে দেবেনাকো?
কোথায় তুমি হারিয়ে গেলে?
কোথায় তুমি থাকো!
আসো প্রিয় আর একবার আসো তোমার
অপেক্ষাতে.
একলা একা আমি বসে আছি গভীর
রাতে।


*** হৃদয় থেকে লিখা। অনেক
স্মৃতি স্বরণ করে লিখা। তাই
কবিতাটি পড়ে কেউ না বুঝলে কিচ্ছু
করার নেই। কারণ হৃদয়ের
কবিতাগুলো দু'একজন ছাড়া কেউ
বুঝেনা। ***