বদলে গেছে সব কিছু আজ বদলে গেছে রাত্র-দিন
সোনার দেশটা বদলে গিয়ে হয়েছে আজ ফিলিস্তিন


পড়ছে বোমা মরছে মানুষ কার কি তাতে আসে যায়!
স্বাধীন দেশের স্বাধীনতা কোথায় গেল হায়রে হায়
রাস্তার মাঝে পুড়ছে গাড়ি ঝলসে যাচ্ছে মানুষ ঐ
মানুষ খুনি নেতারা সব কইরে তোরা গেলি কই?
আয় দেখে যা হাসপাতালের বেডে কত মায়ের ধন
রাজনীতির ঐ নষ্ট থাবায় হারিয়ে ফেলেছে নিজ
জীবন
ঝলসে গেছে শরীর তাদের কতেক পুড়ে হয়েছে ছাই
সত্যি করে বলতো দেখি তোদের কতো রক্ত চাই?
আর কতো লাশ লাগবে তোদের লাগবে কতো চোখের
জল?
রাজনীতি কে চাঙ্গা করতে কতো রক্ত লাগবে বল?


আজ ঘরের মধ্যে জীবন সবার বাহিরেই মরণ ভয়
আম জনতার জীবন যেন হাতের মুঠোয় রাখতে হয়
ঘরের থেকে বের হলেই মরণ ভাসে চোখের পর
রাজনীতির এই খেলা দেখে কেঁপে ওঠে কণ্ঠস্বর
জীবন যেন খুবই তুচ্ছ নাই তার কোন দাম যে নাই
স্বাধীনতা আজ হারিয়ে গেছে বড় পরাধীন আমরা ভাই
মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে আতংকিত চতুরপাশ
রাস্তা-ঘাটে বের হলেই ফিরতে হবে হয়ে লাশ।


# অনেকদিন পর লিখলাম.
কেমন হলো বুঝতে পারছিনা