আমি সবার জন্য কলম ধরেছি
একলা কাউকে দেখিনি
আমি সবার জন্য লেখেছি বন্ধু
নিজের জন্য লেখিনি


আমি অন্যায় নাশে লেখেছি বন্ধু
সত্য ন্যায়ের জন্য
আমি খ্যাতির টানে কলম চালিয়ে
নিজেকে করিনি ধন্য


আমি ভয় করিনিকো জেল-কারাগার
মৃত্যু কিংবা কষ্ট
আমি জালিমের সাথে মিলাইনি হাত
হইনিকো পথভ্রষ্ট


আমি সত্য লিখতে বারণ-শাসন
কখনো কিছুই মানিনি
কোন গাদ্দার পায়নিকো ছাড়
মিথ্যা কভুও আনিনি।


আমি তিতুমীর হয়ে নতুন করে
বাঁশের কেল্লা গড়েছি
আমি নয়া জামানার বিদ্রোহী বীর
বাতিলের সাথে লড়েছি


আমি খানজাহান আর শাহপরানের
হুংকার দিয়ে কথা কই
আমি বাংলার বীর উন্নত শীর
বিজয়ের পানে চেয়ে রই


আমি বিদ্রোহী কবি কাজী নজরুল
অগ্নিবীণার হুংকার
আমি প্রলয়োল্লাসে মত্ত আজি
তারুণ্যের এক ঝংকার


আমি সত্য বলে সত্য লিখে
ফাঁসির মঞ্চে যেতে চাই
আমি জালেম রাজার মসনদ ভেঙে
প্রয়োজনে মার খেতে চাই


আমি সত্য স্বাধীন রাজ্য কায়েমে
হাল চাই মাঝি-মাল্লার
আমি কলম যোদ্ধা, বিদ্রোহী কবি
সৈনিক এক আল্লাহর্।


****মাঝে মাঝে কেন যেন বিদ্রোহী হয়ে যাই...
পাগলের স্বভাব কিছুটা আছে মনে হয়..