সত্যি আমি আজকে অনেক বড় কবি
লিখতে থাকি সামনে রেখে তোমার ছবি
কলম ধরে কাগজগুলোর বুকের পরে
প্রেমের সুতোয় কাব্য গাঁথি তোমায় স্বরে
তোমার জন্য লেখা আমার কাব্য দেখে
ভক্তরা সব আমায় নিয়ে গল্প লেখে
চিৎকারে কয় আমি নাকি লিখতে জানি
তোমার জন্য উজ্জ্বল আমার জিন্দেগানী।


লিখতে গেলে হৃদয় মাঝে আসো তুমি
কল্পনাতে তখন তোমায় একটু চুমি
লজ্জাবতীর মতো তুমি দুচোখ বুজে
চুমোর মধ্যে ভালবাসা যাও যে খুঁজে
দুই বাহুতে আমার দেহ আটকে ধরে
তোমার মাঝে রাখো আমায় মুগ্ধ করে
দুচোখেতে দেখি তখন প্রেমের ধোঁয়া
কেঁপে উঠি পেয়ে তোমার মিথ্যে ছোঁয়া।


লেখতে থাকি মধুমাখা অতীত ভেবে
ভাবি আবার তুমি কাছে টেনে নেবে
একইসাথে হাত ধরে ফের চলবো মোরা
ভালবেসে দেব আবার ফুলের তোড়া
শিউলী ফুলের মালা গেঁথে পরিয়ে দেব
ভালবেসে হৃদয় মাঝে জড়িয়ে নেব
ভাবি এসব, দেখি অনেক সোনার ধুলো
জানি আমি মিথ্যে আমার ভাবনাগুলো।


আজকে আমি বহু জনের কাছেই দামী
হাজার হাজার কাব্য লিখে কবি আমি
অপূর্ণ নেই পূর্ণ আমি তুমি হীনা
তবু যেন কোথাও বাজে শূন্য বীনা!
তুমি ছাড়া লাগে কেমন একা একা
জানি আমি পাবোনা আর তোমার দেখা
তারপরেও তোমার কথা পড়ছে মনে
বলবে প্রিয় কোথায় আছো সঙ্গোপনে?


### কবিরা_আসলে_পাগল_হয় । কি লিখে নিজেও
বুঝে না।