মন গগনে মেঘ জমেছে আজ
কেমন যেন লাগছে মনে লাজ
সেই মেঘেরই ভেলায় চড়ে তাই
তোমার কাছে এমনি ছুটে যাই
বসি যখন ঠিক তোমারই পাশে
মুগ্ধ করা ঘ্রাণ যে নাকে আসে
সেই সে ঘ্রাণে পাগল হয়ে রই
কেমনে বলো আমি তোমার নই!


যখন আমি ধরি তোমার হাত
যাইযে ভুলে দুখের যতো রাত
গাল ছুঁয়ে দেই কেঁপে ওঠ তুমি
মুগ্ধ তখন আমার হৃদয়-ভুমি
আবার ধরি তোমার কর্ণ দুল
ফোঁটে তখন রক্তজবা ফুল
রোমাঞ্চেতে গোলাপগুলো হাসে
হৃদয় বলে তোমায় ভালবাসে।


যখন আমি একলা বসে থাকি
হৃদয় মাঝে তোমার ছবি আঁকি
আবার যখন পাখির দেশে রই
পাখির সাথেও তোমার কথা কই
গোলাপ-বেলি-হাসনাহেনা-লতা
সবাই জানে তোমার আমার কথা
ফুল পাখিরা প্রশ্ন করে সবে
তোমার আমার বিয়ে কখন হবে!