কই কই মুক্তিকামী আম জনতা
চেয়ে দেখ কাদের হাতে দেশ-ক্ষমতা
কারা আজ মানুষ মেরে যায় পালিয়ে অনেক দূরে
চোখ মেলে দেখরে আজি
চোখ মেলে দেখরে আজি
খুন-ধর্ষণ-বোমাবাজি চলতেছে এই দেশটা জুড়ে।


কারা আজ দেশটা নিয়ে ফন্দি করে
কারা আজ দোষহীনদের বন্দী করে
কারা আজ যানবাহনে আগুন দিয়ে দেয় জ্বালিয়ে
পুড়ে যায় মানুষগুলো
পুড়ে যায় মানুষগুলো
পুলিশ ধরে নকলগুলো আসল খুনি যায় পালিয়ে।


মানুষের খুনের পিছে কারণ আছে
দেখবি মানুষ মরলে দুজন নাচে
যদিও একটু কাঁদে রাখতে ধরে রাজ্যখানি
কেউ আবার রাজ্য পেতে
কেউ আবার রাজ্য পেতে
রক্ত নেশায় উঠছে মেতে চায় হতে ফের দেশের রাণী।


নীতি সব হারিয়ে গেছে দুই মালিকের
এ যেন হচ্ছে খেলা কাক-শালিকের
মানুষের রক্ত দেখে ফালতু দুজন হাসছে তবু
দুজনই রক্ত চোষা
দুজনই রক্ত চোষা
বিদেশীদের হাতে পোষা এদেরকে আর চাইনা কভু।


কই আজ কইরে তোরা বীরের জাতী
খুনিদের মসনদে আজ মাররে লাথি
ভেঙেফেল জেল-কারাগার-লোহার শেকল-বন্দী তালা
ছাড় নেই আজকে কারো
ছাড় নেই আজকে কারো
যুদ্ধ তোরা কর আবারো একাত্তরের অগ্নি জ্বালা।