স্বপ্ন চোখে দেখি আমি তোমার আমার বিয়ে
স্বপন ভেঙে খুঁজি আমি কোথায় তুমি প্রিয়ে?
কোথায় তুমি পাইনা খুঁজে!
তখন আবার দু'চোখ বুঁজে
ফের খুঁজে যাই তোমায় আমি স্বপ্ন চক্ষু নিয়ে
কোথায় তুমি হারিয়ে গেলে একটু দেখা দিয়ে


কার পানেতে উড়াল দিলে প্রীতির পাখা মেলে
কোন হৃদয়ের টানে আজি কোথায় চলে গেলে
কার হাতে ফের হাত রেখেছো
কার সাথে ফের ঘর বেঁধেছো?
কোন সে হৃদয় ছুঁয়ে দিছ অতীত স্মৃতি ফেলে
মিটে যেত আশা, তোমার একটু দেখা পেলে।


তোমার দেখা পাব বলে আজো রাতের বেলা
আকাশ পানে চেয়ে আমি দেখি তারার মেলা
খুঁজে যাই ঐ তারার ভীড়ে
যদিগো তুমি আসো ফিরে
এই ভাবনায় সারাটি রাত খেলি নিঠুর খেলা
বুঝিনা আজ কেন আমায় করছো অবহেলা।