লাল শাড়ি-অপ্সরী
সারাটা দিন এখন যেন তোমায় স্মরণ করি
আঁচল দেখি স্বপন মাঝে
শুনি কোথাও নূপুর বাজে!
কল্পনাতে তোমার দুহাত আলতো করে ধরি
লাল শাড়ি-অপ্সরী।


কই তুমি আজ কই?
পাইনা কোথাও তাইতো আমি উদাস হয়ে রই
দেখি তোমায় স্বপ্ন চোখে
ভাবি শুধু কল্পলোকে
পাগলামি সব করি এখন যদিও পাগল নই
মেয়ে তুমি কই কই?


আর দেবেনা দেখা?
এই দেখো এই কাব্যখানি তোমার জন্য লেখা
একটু করে পড়ে দেখো
পারলে তুমি আবার লেখো
তোমার প্রেমের নিয়ম-নীতি নাইকো আমার শেখা
কি আর দেবেনা দেখা?


আসবে আমার পাশে?
লাল শাড়িটা বিছিয়ে পরে বসবে সবুজ ঘাসে
নূপুর পায়ে নাচবে তুমি
কাঁপিয়ে দিতে হৃদয় ভুমি
দেখবে তখন আমার এ মন কত্তো ভালবাসে
কি আসবে আমার পাশে?


লাল শাড়ি লাল শাড়ি
খুঁজতে তোমায় খুব শিঘ্রই আসবো তোমার বাড়ি
পেলে তোমায় আনবো সাথে
রাখবো এ হাত তোমার হাতে
তোমায় নিয়ে ভয়াল স্রোতের সাগর দেবো পাড়ি
লাল শাড়ি লাল শাড়ি।