মন পাখি তো মানেনা, ছোটে যায় আকাশে।
আকাশে সে উড়ে বেড়ায় হাঁসতে হাঁসতে।
সে যেন কী যেন পায় উড়তে উড়তে।
ওই আকাশের নীলিমায়,যেন ভালো লাগে।
মন তো বুঝেনা, আর তো সহেনা থাকতে পারি না।
মন চাই উড়ে উড়ে ওই মেঘকে ধরতে।
উড়তে উড়তে পারিনা, তবু নেমে যেতে হয়।
তবু চেয়ে থাকি, ওই আকাশের নীলিমায়।
তবু মন ভরে না উড়তে, ওই নীলিমার আকাশে।