তোমার প্রতি এতটুকু মায়া নেই।
পথেকুড়ে পাওয়া ড়ায়েরীটির মলাটের রুপ।
ড়ায়েরীটির মলাটে লিখাছিল,
অজানা কাহারো উদ্দেশ্যে প্রতিক্ষার
ধ্রুমজালে পড়েছি।
কাহারো দৃষ্টির নয়ন কেটেছি।
ড়ায়েরীটির গুপ্ত পাতা,
একটার পর একটা খোচানোর পর,
বুঝলাম।


তুমি আমার কেহ নহে।
প্রবল এক পসলা মেঘ এসে
চাঁদখানি ঢেকে দিল।
পাহাড়ি ঢ়ল আমার যতনখানি মায়া,
এক নিমিষে বয়ে নিল।
হয়তো তোমার প্রতি এক চিমটি মায়া,
এক চিমটি ভালো লাগা ছিল।