আমার কথা মুক্ত হয়ে জ্বলুক তোর ছন্দে
সবার কাছে পৌঁছে দিবি বিবেকবানের রন্দে।
সত্যের ওপর অটল থাকবি খুন-খারাবির মন্দে।
অন্যায়ে ধরবি হাতল জ্বলবি তখন আগুনভরা কুন্ডে।
উচ্চ শিরা নাসিক্য বাজবে তোর গুমডে।
ভূ কাপাবি তরঙ্গ লয়ে মরণ বিষের দ্বন্দ্বে