মনের কলি ফোঁটে কেন বারে বারে?.
অামি পাগলপারা।
মন কেন বুঝে না শুধু
নূর-নবী ছাড়া?.
এ জীবন হয়েছে রঙ্গিন-সাহাবীর
সোনায়-সোহাগা।
ওগো- নবী ধন্য কর
অামি অধম-গাধা।
কেঁদে কেঁদে মরি তবু কেন
দাও না দেখা?.
মনের কলি ফোঁটে কেন বারে বারে?.
অামি ছন্নছাড়া।
ধন্য হয়েছে অাপনার পায়ে
জড়বস্তু-শ্বেত ঘোড়া।
ছলে ছলে উতলা উঠে
এ কিসের ব্যাথা?.
ইয়া নবী গেয়ে যায়
কোন বুলির ছানা।
খুজিয়ে মরিয়া হয়
পাইনা সাড়া।
মনের কলি ফোঁটে কেন বারে বারে?.
অামি হুশহারা।
মন কেন বুঝে না শুধু
নূরনবী ছাড়া?.
ওগো নবী আপনার দুয়ারে
বিশ্বজাহান ধারা।
কেঁদে কেঁদে মরি তবু কেন
দাও না দেখা?.
সকলে নবী-রাসূলের কাঁধে
অাপনার মোবারক পা।
টুটিয়া উঠেছে নতুন দিশারী
লেগে আপনার ছোঁয়া।
দূর হইল দূর হইল
জাহেলি তামসা।
মনের কলি ফোঁটে কেন বারে বারে?.
অামি দিশেহারা।
মন কেন বুঝে না শুধু
নূরনবী ছাড়া?.
ওগো নবী ধন্য কর
আমি অধম-গাধা।
তরু-লতা জুলুছ করে
নিত্য অাহা!
পৃথিবীতে কি পেয়েছি কি পায়নি
বুঝি না সেথা।
কেঁদে কেঁদে মরি তবু কেন
দাও না দেখা?.
মন কেন বুঝে না শুধু
নূরনবী ছাড়া?.
বেলালী-ফারুকী-সিদ্দিকী
আপনাকে দেখেছেন সদা।
ধন্য হয়েছেন ওনারা
হয়েছেন আ'লা।
কুরানের লহরী বাজে
বিশ্বে উচা।
মজুদ করেছে তাঁহার বাণী
অাজ কাহারা?.
পদে পদে লাঞ্চিত হয়
কুরঅানের পাতা।
ঝান্ড়া! ওগো নবী দাও মোরে
ঈমানী তেজা।
মুসলমান মরে ধুকে ধুকে
নেতৃত্ব হারা।
ওগো নবী ধন্য কর
আমি অধম-গাধা।
মন কেন বুঝে না শুধু
নূরনবী ছাড়া?.
কেঁদে কেঁদে মরি তবু কেন
দাও না দেখা?.
-----------সমাপ্ত-------                           '