দৃশ্যকাল- অদৃশ্যকাল এক নয়,সম্পূরক।
গাড়ির সামনে চাকা আর পিছনে চাকা কি এক হয়?.
অবোধ বিচ্যুতও নয়,সম্পূরক।
জীবন-মৃত্যু কি এক হয়?.
তবে নয়,সম্পূরক।
জীবন হচ্ছে অদৃশ্যকালের জন্য ফসল বুনন চাষা।
মরণ হচ্ছে দৃশ্যকালের পারিতোষিক।
তাইতো আসা
তাইতো যাওয়া
এইতো রেওয়াজ।
ভয় করে প্রভু! জানি না হায়
কবে যে অধম বান্দার নাম লিখাতে হবে
আয্রাইলের দৈনিক ইন্তিকালের খাতায়।