আকাশে ঘন মেঘ, অঝর ধারাই বৃষ্টি, শ্রাবণ আধাঁরে লুকিয়ে থাকে সকল বেদোনার সৃতি, কেয়ার সুবাসিত গন্ধে আমার মন ব্যাকুল হ্যায়া ওঠে, রিমিঝিমি সেই নূপুরের ধর্ণি আমার কানে বাজে, তার ললাটের কালো টিপ, সিনিগ্ধ হাসি আমায় স্বপ্নে জাগিয়ে তোলে, আমি পাগলের মত দিশেহারা হয়ে যাই, হ্যায় আমায় শূন্য কোরেই সে অন্ধ কারে হারিয়ে গেছে , শুধু আজ তার সৃতি বুকে নিয়ে সপ্নের প্রহর গুনা।