যার রক্তে,
আমার অস্তিমজ্জায়,শিরায়,মগজে অনুরনিত হয়েছে,
সে আমার মা মমতাময়ী।
তার আলোয় আলোকিত এই আমি,
যিনি,
     পুত্র ভাবনায় অতলান্তে সতত সঞ্চারমান,
তিনি শুধু নারী নয়,
তিনি আমার মা মমতাময়ী।
যার পদযাত্রায় আমার পথ সুগম,
যার আশায় ভাবনায় এই আমি,
তার সুখ সমৃদ্ধিতে আমি জাগ্রত থাকব প্রতিক্ষন।


আমার মা তার সুখ সমৃদ্ধিতে আমি অনন্তকাল চেতনায় দৃষ্টিগোচর হবো,
যিনি আধি মাতার মমতাতেই প্রতিটি সূর্যমূহুর্তে জন্ম নেয়,
সৃষ্টির আবর্তে প্রতিক্ষন,
তিনি আর কেউ নয় তিনি আমারদের মা মমতাময়ী।


একদিন মৃত্যুর দিকে ধাবিত হয়েছিলাম,
কঠিন ব্যাধিতে হয়তো মরে যেতাম,
যেহেতু সময় ফুরিয়ে যাচিছল চৈত্রের বৃষ্টির মতো,
তখন,আমার চলার পথের চলন্ত সিড়িটা তিনিই দার করে দিয়েছিলেন,
তিনি আর কেউ নয় তিনি আমার মা মমতাময়ী।