ইচ্ছে ছিলো পালকি চড়ে-যাবে শশুড় বাড়ি,
ডিজিটাল যুগ এসে করলো তার আঁড়ি।


আট খুুড়ের ডুম নিয়ে খোকা চলতো মেঠো পথে
আঁধার রাতে জোনাকিরা আলো দিতো এসে।


সে আলোতে নতুন বৌ মুচকি হাসি দিতো
সে হাসিতে ফুটতো খোকার অবুঝ মনের ভিতো।


ইচ্ছে পোষণ খোকা এখন যাবে শশুড় বাড়ি
সাথে আছে ভাড়া করা ছোট্ট কার গাড়ি।


হাওয়ার দোলে মরুর কোলে পৌঁছে গেলো খোকা
মুখে রুমাল দেখে সবাই খোকাকে দিলো ধোঁকা।


কেউ শালা কেউ শালী কেউ বা আবার নানী
তাদের সাথে আছে অনেক বয়স্ক জ্ঞানী গুণী।


তাদের দেখে খোকার মুখ লজ্জায় হলো লাল
বলে,  টুনিরে নিয়ে থাকবে তুমি অন্ত চিরকাল।


খাওয়া দাওয়া শাস্তর সাজ ইচ্ছে মতো চলে
স্বর চেঁচিয়ে জামাই বলে অনেক রাত কোলে।


বিদায় লগ্নে খোকা যখন সালাম দিলো কষে
লজ্জাবতী টুনির মুখে উঠলো হাসি ফুটে।


মুখে হাসি নিয়ে টুনি আসলো শশুড় বাড়ি
টুনিকে দেখে ইচ্ছে মতো করলো দাদি আঁড়ি।


মুখে মিষ্টি দিয়ে দাদি করলো বরণ বউ
ননদ দেবর সবাই মিলে খুশির হইচই।


®_________________
_১৩ সেপ্টেম্বর ২০২২