আমি এক ছন্নছড়া মায়াবী ফকির
নিজের মদ নিজেই খেয়ে-
করি আমি জিকির।


আমি এক ছন্নছড়া মায়বী যাযাবর
নিজের দু'চোখ কালো করে-
খুঁজি তাহার রূপ।


আমি এক ছন্নছাড়া মায়াবী রূপকার
নিজের রূপ বাজি রেখে-
থাকতে চাই সবার।


আমি এক ছন্নছাড়া মায়াবী জীবিকার
নিজের মহৎ ত্যাগ করিয়ে
হতে চাই সাবাকার।


আমি এক ছন্নছাড়া বিনীত আশ্রম
নিজের জীবন করতে চাই-
তোমাকে হরণ।


প্রতিবন্ধী জীবন আমার থাকুক তোমার কাছে
তোমার যতো আশার আলো-
আসুক আমার পাশে।


®___________
-১২ অক্টোবর ২০২২