নারীতে এক বাড়ি গড়ায়
পুরুষ গড়ায় সমাজ,
যে গড়াতে বিশ্ব গড়েে-
একবস্তিতেই বিরাজ।


নারীতে সন্তান গড়ে
পুরুষ গড়ায় বংশ,
সে বংশে থাকবে না কেউ
হবে একদিন ধ্বংস।


নারীতে আটকে রাখে
অপর দলের মায়া,
সেই দলের ছায়া তলে
আছে প্রেম দয়া।


যুগোল প্রেমের ছায়া তলে
জনজীবন মানব ভূবন,
নর-নারীর বংশ কেতন
দিবানিশি সেই চলন বলন।


হিংসা বিদ্বেষ কেতন করে
সবুজ শ্যামল জমিন তীরে,
আদান-প্রদান ব্যাক্ত করে
যাচ্ছে ভবের যুগ পেরিয়ে।
___________/
®_২৭১২২০২৩ ইং