অনেক কথা বলার ছিলো হলোনা আর দেখা,
ইচ্ছা ছিলো নয়নে নয়নে হবে মনের কথা।


স্বস্তি পেতো হৃদয় খানা মুক্তি পেতো প্রেম,
মোদের প্রেমের সাক্ষী হতো বগুড়াগামী ট্রেন।


মুখোমুখি বসে দুজন হাতে রেখে হাত,
কথার ছলে বের হতো স্বচ্ছ সাদা দাঁত।


মনের খবর আদান-প্রদান হইত অবিচল,
সেই প্রদানে উদয় হতো মোদের প্রেমবল।


___


✓_২৬ এপ্রিল ২০২৪